ভিডিও

ক্যান্সার আক্রান্ত জহিরকে বাঁচাতে জবিতে 'কনসার্ট ফর জহির' অনুষ্ঠিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ১২:০৯ রাত
আপডেট: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ১২:০৯ রাত
আমাদেরকে ফলো করুন

জবি সংবাদদাতা : ব্লাড ক্যান্সারে (নন- হজ্জকিন লিম্ফোমা) ক্যান্সারে আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জহির উদ্দিন শাখাওয়াতের চিকিৎসার অর্থ সংগ্রহের উদ্দেশ্যে চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদ ও মার্কেটিং বিভাগের উদ্যোগে বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে এ কনসার্ট অনুষ্ঠিত হয়।

কনসার্টে কুঁড়েঘর ছাড়াও মেট্রোলাইফ, অডড সিগনেচার, এনকোর, চান্দের গাড়ি, গল্প, প্রতিবিম্ব, মনের মানুষ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব ব্যান্ডদলগুলো অংশ নিয়েছে।

কনসার্টের আয়োজকেরা বলেন, জহির ভাইয়ের চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। তার পরিবারের পক্ষে এ অর্থ বহন করা সম্ভব হচ্ছে না। এজন্য আমরা গত কয়েক মাস ধরে টাকা সংগ্রহ করেছি কিন্তু আশানুরূপ সাড়া না পাওয়ায় আমরা চ্যারিটি কনসার্টটির আয়োজন করছি। যাতে জহির ভাইয়ের চিকিৎসায় কিছুটা হলেও সহযোগিতা করতে পারি। 

আয়োজকেরা আরও বলেন, কনসার্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১০০ টাকা ও বহিরাগতদের জন্যে ১৫০ টাকা টিকেট মূল্য নির্ধারণ করা হয়েছিলো।
কনসার্টে উপস্থিত হয়ে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন,"মার্কেটিং বিভাগের এ আয়োজন কুমিল্লা জেলা ছাত্রকল্যাণের শিক্ষার্থীদের প্রচেষ্ঠা সত্যিই প্রশংসনীয়। তবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করার আহ্বান রইলো।''



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS