ভিডিও

বেতনের দাবিতে এফডিসির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

প্রকাশিত: মার্চ ১২, ২০২৪, ০৭:৫৭ বিকাল
আপডেট: মার্চ ১২, ২০২৪, ০৭:৫৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক :  টানা পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) কর্মকর্তা-কর্মচারীরা। সরকারের অর্থ মন্ত্রণালয় থেকে সময়মতো টাকা না পাওয়ায় এফডিসির ২১২ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন আটকে গেছে বলে জানান তারা। তাই বেতন-ভাতার দাবিতে এফডিসির জহির রায়হান কালার ল্যাবের সামনে মানববন্ধন করেছেন ওই কর্মচারীরা। মানবন্ধনে অংশ নিয়ে এক নারী কর্মকর্তা বলেন, আমাদের বাচ্চাদের স্কুল-কলেজের বেতন দিতে পারছি না। বাসা ভাড়া থেকে শুরু করে সব কিছুতেই সমস্যা দেখা দিয়েছে। আমরা চাই দ্রুত সমাধান হোক। বিষয়টি নিয়ে কথা হয় প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়ার সঙ্গে। তিনি বলেন, আমরা দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করছি। এরই মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানানো হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এফডিসির আয় কমে যাওয়ায় নিয়মিত বেতন হচ্ছে না। অথচ একসময় প্রতিষ্ঠানটি সরকারকে রাজস্বের যোগান দিত। এদিকে গত চার-পাঁচ বছরে অবসরে যাওয়া এফডিসির প্রায় ৭০ জন কর্মকর্তা-কর্মচারী গ্র্যাচুইটি বাবদ পাওনা প্রায় ১৫ কোটি টাকা এখনো বুঝে পাননি। বর্তমানে এফডিসি থেকে আয় হয় ৪৫ থেকে ৫০ লাখ টাকা। কিন্তু ব্যয় হয় প্রায় এক কোটি ১০ লাখ টাকা।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS