ভিডিও

রুনা লায়লা’র সঙ্গে শত শিশু গাইবে ‘বাংলাদেশ বাংলাদেশ’

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪, ০৫:৪৭ বিকাল
আপডেট: মার্চ ২৪, ২০২৪, ০৫:৪৭ বিকাল
আমাদেরকে ফলো করুন

অভি মঈনুদ্দীন : আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পরের দিন অর্থাৎ ২৭ মার্চ ‘বাংলাদেশ শিশু একাডেমি’ মিলনায়তনে সকাল সাড়ে দশটায় শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়’র মাননীয় প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। এই অনুষ্ঠানেই একটি পর্যায়ে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লা’র সঙ্গে একটি গানে কন্ঠ মিলাবে শত শিশু। গানটির শিরোনাম ‘বাংলাদেশ বাংলাদেশ’। গানটি লিখেছেন বরেণ্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত দেশ বরেণ্য ছড়াকার, শিশু সাহিত্যিক ও ‘বাংলাদেশ শিশু একাডেমি’র মহাপরিচালক আনজীর লিটন। গানটির সুর সঙ্গীত করেছেন আশরাফ বাবু। গেলো ২৩ মার্চ দুপুরে রাজধানীর বনশ্রী’তে গুনী সুরকার, সঙ্গীত পরিচালক ফোয়াদ নাসের বাবু’র স্টুডিও ‘পাশের ঘর’-এ গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়। এ সময় গানের গীতিকার, সুরকার, বিশিষ্ট মিউজিসিয়ান সাদেক আলী ও শিশু একাডেমির মিউজিক ইনস্ট্রাকটর হাফিজা শারমিন সুমী।

গানটির রেকর্ডিং শেষে রুনা লায়লা বলেন,‘ শিশুরা আমাদের ভবিষ্যত। আমি সবসময় শিশুদের অনুপ্রেরণা দিতে চাই যেন তারা বড় হয়ে যে যা হতে চায়, যেন তাই হতে পারে। আর যদি কেউ বড় হয়ে গায়ক গায়িকা হতে চায় তবে তাদেরকে বলবো ওস্তাদের কাছে গান ভালোভাবে শিখতে হবে, নিয়মিত গান চর্চা করে যেতে হবে। আর বাংলাদেশ বাংলাদেশ- শিরোনামে আনজীর লিটনের লেখা ও আশরাফ বাবুর সুর করা যে গানটি গাইলাম, দেশাত্ববোধক এই ধরনের গান এর আগে আমার গাওয়া হয়নি। গানটির কথা ও সুর খুব চমকার। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠানে আমি শত শিশুর সঙ্গে গাইবো, এটা আমার জন্য সত্যিই ভীষণ ভালো লাগার। আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ শিশু একাডেমি’র প্রতি।’

আনজীর লিটন বলেন,‘ শ্রদ্ধেয় রুনা লায়লা আপা উপমহাদেশের গর্ব। তিনি আমাদের শিশুদের জন্য গান করেছেন, তাও আবার আমার লেখা গান করেছেন-এটা যে আমার জন্য কতো বড় প্রাপ্তি তা সত্যিই ভাষায় প্রকাশের নয়। আমি রুনা আপার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ জানান, দু’দিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনেই রুনা লায়লা শত শিশুর সঙ্গে মঞ্চে  পারফর্ম করবেন। এদিকে কিছুদিন আগে রুনা লায়লা বাংলাদেশ বেতারের জন্যও একটি গান গেয়েছেন। গানটির শিরোনাম ‘ও বৃষ্টি তুমি’। গানটি লিখেছেন সুমন সরদার, সুর করেছেন সাদেক আলী। 
ছবিতে (বাম থেকে )  সাদেক আলী, হাফিজা শারমিন সুমী, রুনা লায়লা, আনজীর লিটন, ফোয়াদ নাসের বাবু, আশরাফ বাবু। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS