ভিডিও

পারিশ্রমিকের রেকর্ড ভাঙলেন সাই পল্লবী

প্রকাশিত: এপ্রিল ০৮, ২০২৪, ০৪:০৬ দুপুর
আপডেট: এপ্রিল ০৮, ২০২৪, ০৪:০৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

বিনোদন ডেস্ক : নয়নতারা, তামান্না ভাটিয়া, সামান্থা, রাশমিকা মান্দানার মতো জনপ্রিয় তারকাদের পারিশ্রমিকের রেকর্ড ভাঙলেন সাই পল্লবী। বহুল আলোচিত ‘রামায়ণ’ ছবির জন্য এই অভিনেত্রী নিচ্ছেন ১৮ কোটি টাকা। বলিউডের প্রথম অনেক সারির অভিনেত্রীও এত বড় অঙ্কের পারিশ্রমিক পান না। যে কারণে অনেক দিন পর নতুন করে আলোচনা শুরু হয়েছে সাই পল্লবীকে ঘিরে।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, রামকাহিনি নিয়ে একের পর এক সিনেমা নির্মাণের পরিকল্পনা শুরু করেছেন বলিউড পরিচালকরা। আর সেসব ছবির জন্য বাজেটও রাখছেন বেশ বড়। তাই ছবির পাত্রপাত্রীদের পারিশ্রমিক বেড়েছে। সেই সুবাদে ‘রামায়ণ’-এর চুক্তিবদ্ধ হওয়ায় কপাল খুলেছে পল্লবীর। সংবাদমাধ্যমগুলো আরও জানিয়েছে, পর্দায় রামায়ণের গল্প নিয়ে আসছেন পরিচালক নীতেশ তিওয়ারি। যেখানে রামের চরিত্রের জন্য রণবীর কাপুর চূড়ান্ত। অভিনেত্রী সাই পল্লবীকে দেখা যাবে সীতার চরিত্রে। রাবণের চরিত্রে ‘কেজিএফ’ তারকা যশের অভিনয়ের কথা রয়েছে।

অন্যদিকে, সানি দেওলকে দেখা যাবে হনুমানের ভূমিকায়। ইতোমধ্যে অযোধ্যায় প্রথম পর্বের শুটিং শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া ভিডিও থেকেও তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। ‘রামায়ণ’ বড় বাজেটের ছবি। ছবির কাস্টিং থেকে ভিএফএক্স, সংগীত কোনো দিকেই কমতি রাখছেন না নির্মাতারা। 

কারণ শুধু পল্লবী নয়, অভিনেতা রণবীর কাপুরও নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন এই ছবির মাধ্যমে। কারণ, তিনি এই ছবির জন্য নিচ্ছেন ২২৫ কোটি টাকা। এর মূল কারণ তার অভিনীত ‘অ্যানিম্যাল’ ছবির বক্স অফিস কালেকশন এবং অভিনয়ের জন্য ফিল্মফেয়ারসহ একাধিক পুরস্কার জয়। এখন তাই অনেকেই প্রহর গুনছেন সীতা চরিত্রে সাই পল্লবী কী ম্যাজিক দেখান। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS