ভিডিও

আলোচনার শীর্ষে কায়সার আহমেদ’র ‘বকুলপুর সিজন টু’

প্রকাশিত: জুন ২৯, ২০২৪, ০৬:৪২ বিকাল
আপডেট: জুন ২৯, ২০২৪, ০৬:৪২ বিকাল
আমাদেরকে ফলো করুন

অভি মঈনুদ্দীন : এই সময়ে দেশের বিভিন্ন চ্যানেলে যে কয়েয়কটি ধারাবাহিক নাটক নিয়মিত প্রচার হচ্ছে তারমধ্যে গল্প এবং শিল্পীদের অনবদ্য অভিনয়ের কারণে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে গুনী নাট্যনির্মাতা কায়সার আহমেদ পরিচালিত দীপ্ত টিভি’তে প্রচার চলতি ধারাবাহিক ‘বকুলপুর সিজন টু’। এই ধারাবাহিকটির এরইমধ্যে সাত শত পর্ব প্রচার শেষ হয়েছে।

আহমেদ শাহাবুদ্দিন রচিত এই ধারাবাহিকটি বাংলাদেশের আনাচে কানাচে’র দর্শক নিয়মিত উপভোগ করেন শুধুমাত্র গল্পের কারণেই। নাটকটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। নাদিয়া বলেন,‘ কায়সার ভাই আমার অত্যন্ত প্রিয় একজন পরিচালক। একজন পরিচালক হিসেবে তিনি যেমন ভীষণ গুনী, দক্ষ একজন মানুষ হিসেবেও তিনি ভীষণ ভালো মনের মানুষ। শিল্পীদের কাছ থেকে কীভাবে অভিনয় আদায় করে নিতে হয় তা তিনি বেশ ভালোভাবেই জানেন। এছাড়াও শিল্পীদের তিনি যথেষ্ট সম্মানও করেন। কখনো কখনো তিনি ভালো কাজ আদায় করার জন্য একজন বন্ধুর মতো হয়ে উঠেন। বকুলপুর সিজন টু’তে আমি শুরু থেকেই ছিলাম। গল্পের অনেক পরিবর্তন হলেও আমি আমার চরিত্রের মধ্যদিয়ে দর্শকের মনে এখনো ভালোলাগা সৃষ্টি করে যেতে পারছি।’

সুষমা সরকার বলেন,‘ বকুলপুর সিজন টু ধারাবাহিকে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। এই নাটকে অভিনয়ের জন্য আমি দারুণ সাড়া পাচ্ছি। কায়সার ভাই অনেক যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেন। শুটিং-এ আমরা একটি পারিবারিক আবহের মধ্যেই কাজ করার চেষ্টা করি।’

শামীমা তুষ্টি বলেন,‘ আমার অভিনীত অনেক ধারাবাহিকের মধ্যে বকুলপুর সিজন টু ভীষণ প্রিয়। একজন শিল্পী হিসেবে আমি সত্যিই গর্বিত এমন জনপ্রিয় একটি ধারাবাহিকের শিল্পী হয়ে। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা নাটকটি এখনো প্রবল আগ্রহ নিয়ে দেখার জন্য।’

কায়সার আহমেদ বলেন,‘ গল্পের জন্য আহমেদ শাহাবুদ্দিন ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আর শিল্পীদের প্রতি আমার অসীম ভালোবাসা। কারণ তারা প্রত্যেকেই নিজের চরিত্রে অসাধারণ অভিনয় করছেন। সাত শত পর্ব প্রচারের পরও দর্শকের যে আগ্রহ তা আমাকে মুগ্ধ করে। নির্মাতা হিসেবে আমি অনেক অনুপ্রাণিত যে এই নাটকের প্রতি দর্শকের আগ্রহ দিন দিন বাড়ছেই।’

নাটকটির সূচনা সঙ্গীত কম্পোজিসন করেছেন ইমন সাহা। লিখেছেন আশিক বন্ধু, গেয়েছেন কোনাল।  বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন আজিজুল হাকিম, আখম হাসান, আরফান আহমেদ, ফারজানা ছবি, শ্যামল মাওলা, আইরিন আফরোজ, আহসানুল হক মিনু, ওবিদ রেহান, মুকুল সিরাজ,  সুজাতা আজিম, এমিলা হক, টুটুল চৌধুরী, তানভীর’সহ আরো অনেকে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS