ভিডিও

সাবরিনা’র কথায় ইউসুফের সুরে শুভমিতার কন্ঠে নতুন গান

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪, ০৫:৫৬ বিকাল
আপডেট: আগস্ট ১৩, ২০২৪, ০৫:৫৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

অভি মঈনুদ্দীন: দুই বাংলার শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী শুভমিতা ব্যানার্জির কন্ঠে এর আগেও বাংলাদেশী সঙ্গীতপ্রেমী শ্রোতা দর্শকেরা বাংলাদেশের গীতিকার সুরকারের গান শুনেছেন। আবার যারা শুভমিতার গানের ভক্ত তারা নিয়মিতই তার দুই বাংলায় প্রকাশিত গান শুনে থাকেন। শুভমিতা সবচেয়ে বেশি যে গানটি গেয়ে দুই বাংলার শ্রোতা দর্শকের মন জয় করে নিয়েছেন সেটি হলো ‘যেভাবেই তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই’। নচিকেতার কথা ও মিউজিকে শুভমিতার কন্ঠে এই গান শুভমিতাকে এক অনন্য উচ্চতায়ও নিয়ে গেছে। এর পাশাপাশি তার কন্ঠে ‘চোখেরই পলকে এতো কাছে কখন এলে যে তুমি’,‘ কতোটা মিনতি রেখে গেলে’, ‘দেখেছো কী তাকে’, ‘ আমি কার কে আমার’,‘ হয়তো যাবে ভুলে’সহ আরো বেশকিছু গান দারুণ জনপ্রিয়তা পায়। আবারো শুভমিতা বাংলাদেশের গীতিকার সুরকারের গান গাইতে যাচ্ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাবরিনা সুলতানা চৌধুরীর লেখা ও গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক ইউসুফ আহমেদ খানের সুর সঙ্গীতে ‘কষ্টগুলো ব্যক্তিগত’ শিরোনামের একটি গানে কন্ঠ দিবেন। শুভমিতার সঙ্গে এই গানের জন্য সমন্বয় করছেন সাংবাদিক অভি মঈনুদ্দীন। এরইমধ্যে শুভমিতার সঙ্গে এই গান নিয়ে চুড়ান্ত আলাপ হয়েছে।

কলকাতা থেকে মুঠোফোনে শুভমিতা গানটি প্রসঙ্গে তার অভিমত জানাতে গিয়ে বলেন,‘ গানের কথা ও সুর আমার কাছে ভালোলেগেছে। সাধারণত আমি যে ধরনের গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি, এটা ঠিক সেই ধরনেরই গান। আশা করা যাচ্ছে শিগগিরই গানটির ভয়েজ দিতে পারবো।’

সাবরিনা সুলতানা চৌধুরী বলেন,‘ কষ্টগুলো ব্যক্তিগত দুঃখগুলো একার-গানটি লেখার সময়ই শুভমিতার কথাই বারবার আমার মাথায় আসছিলো যে তাকে দিয়ে এই গানটি গাওয়াতে পারলে ভালো হবে। সেভাবেই পরিকল্পনা করে আমরা তারসঙ্গে যোগাযোগ করি। তিনিও বেশ আগ্রহ নিয়েই গানটি গাইতে ইচ্ছে প্রকাশ করেছেন। ইউসুফ চমৎকার সুর করেছে, আমার মনে হয়েছে এই কথাগুলোর জন্য যেমন সুর আশা করেছিলাম ঠিক তেমনই হয়েছে।’

ইউসুফ আহমেদ খান বলেন,‘ অনেক আগে থেকেই এই গান নিয়ে পরিকল্পনা। মাঝে অনেকটা সময়ও পেরিয়ে গেছে। এখন আশা করা যাচ্ছে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আমি আর অভি ভাই কলকাতা গিয়ে শুভমিতা দিদির ভয়েজটা নিতে পারবো। আশা করছি দিদির কন্ঠে আরো একটি মাইলফলক গান হবে।’ 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS