ভিডিও

জেনে নিন হরমোনজনিত রোগের প্রাথমিক সমস্যা

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪, ০৭:৫৫ বিকাল
আপডেট: মে ০১, ২০২৪, ০১:০৬ রাত
আমাদেরকে ফলো করুন

স্বাস্থ্যকথা ডেস্ক ঃ হরমোন হলো মানবদেহের বিভিন্ন গ্রন্থি। এখান থেকে তৈরি হওয়া কিছু কেমিক্যাল, যেগুলো বিভিন্ন গ্ল্যান্ড থেকে তৈরি হয়ে রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে। হরমোনের মাধ্যমে শরীরের সব ধরনের কার্যক্রম, গ্রোথ ডেভেলপমেন্ট হয়। শরীরের সবকিছুর সাথেই হরমোনের সম্পর্ক রয়েছে। হরমোনে সমস্যার কারণে শরীরে হতে পারে নানা ধরনের সমস্যা।

হরমোনজনিত রোগের প্রাথমিক সমস্যাগুলো উল্লেখ করেছে অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট এন্ড ডায়াবেটোলজিস্ট অফ বাংলাদেশ (এসিইডিবি)। সেগুলো হলোঃ  ডায়াবেটিস, থাইরয়েড সমস্যা, স্থুলতা/ওজন হ্রাস, খাওয়ার অরুচি, অতিরিক্ত ঠান্ডা/গরম লাগা, অতিরিক্ত পানির পিপাসা, বুক ধড়ফড় করা, সময়ের আগে বয়সন্ধি শুরু হওয়া বা বয়স হয়ে গেলেও বয়সন্ধি শুরু না হওয়া, বয়সের তুলনায় অতিরিক্ত খাটো বা লম্বা হওয়া, মেয়েদের অনিয়মিত মাসিক, পুরুষালি লক্ষণ, বায়ুচড়া, অপ্রোয়জনে দুগ্ধ নিঃসরণ, পুরুষদের যৌন সমস্যা, বন্ধ্যাত্ব, স্তন বড় হওয়া, লবণ বা ভিটামিনের সমস্যা, হাড় ক্ষয়, কিডনিতে বার বার পাথর হওয়া, চামড়া শুকনো, ঘাড় বগল কালো বা ধবল রোগ, কোলেস্টেরল ও অন্যান্য বিপাকজনিত সমস্যা, অতিরিক্ত দুর্বলতা, বিষন্নতা। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS