ভিডিও

ডেঙ্গুতে আরও ৩৬ রোগী হাসপাতালে

প্রকাশিত: মে ১৩, ২০২৪, ০৭:২৬ বিকাল
আপডেট: মে ১৩, ২০২৪, ০৭:২৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৬৬ জন ডেঙ্গুরোগী। তবে এসময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন।

সোমবার ( ১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩৬ জনের মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ৭ জন এবং ঢাকা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরের ৫ জন। এছাড়া ঢাকার বাইরের রোগী রয়েছেন ২৪ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি রোগী চট্টগ্রামে ১৪ জন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS