ভিডিও

সাপে কামড়ালে কী করবেন, কী করবেন না

প্রকাশিত: জুলাই ০২, ২০২৪, ০৫:৪৬ বিকাল
আপডেট: জুলাই ০৩, ২০২৪, ১২:০৬ রাত
আমাদেরকে ফলো করুন

স্বাস্থ্যকথা ডেস্ক: বর্ষাকালে সাপের উপদ্রব বেড়ে যায়। চারদিকে বেশি পানি থাকায় সাপগুলো উঁচু জায়গায় চলে আসে। এতে মানুষের কাছাকাছি অবস্থান করায় সাপের কামড়ের ঘটনা ঘটে। তাই আগেই জেনে রাখা ভালো, সাপে কামড়ালে কী করা উচিত।
সাপে কামড়ালে করণীয়: অনুগ্রহপূর্বক আতঙ্কিত হবেন না। বেশিরভাগ সাপ বিষহীন।
দংশিত অঙ্গ (হাত-পা কিংবা অন্য অঙ্গ) বিশ্রামে রাখুন। পায়ে দংশন করলে বসে পড়ুন, হাঁটবেন না। হাতে দংশন করলে নাড়াচাড়া করবেন না। হাড় ভাঙলে যেভাবে কাঠ-ব্যান্ডেজ দিয়ে স্প্লিন্ট করে, সেভাবে ব্যবস্থা নিন। দংশিত অঙ্গে কোনোভাবেই গিঁট দেবেন না। সঙ্গে সঙ্গে কাছের হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নিন। হাসপাতালে পৌঁছতে দ্রুত যান তথা মোটরসাইকেল বা অ্যাম্বুলেন্সের সাহায্য নিন। দংশিত স্থান কাটবেন না, সুঁই ফোটাবেন না কিংবা কোনো রকম প্রলেপ লাগাবেন না। ওঝা বা বৈদ্য দিয়ে চিকিৎসা করে কিংবা ঝাড়-ফুঁক করে অযথা সময় নষ্ট করবেন না।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS