ভিডিও

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১২৩

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৭, ২০২৪, ০৯:২৫ রাত
আপডেট: ফেব্রুয়ারি ০৭, ২০২৪, ০৯:২৫ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : তিন মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৭০৮ জনে দাঁড়িয়েছে। খবর আল জাজিরার।

গাজার মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলায় আহত হয়েছে ৬৭ হাজার ১৪৭ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামলায় ১২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১৬৯ জন।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ড ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে ইসরায়েলে নিহত হয়েছে অন্তত ১২০০ জন। আহত তিন হাজারের বেশি।

সেইসঙ্গে ইসরায়েল থেকে কয়েকশ' ব্যক্তিকে অপহরণ করে হামাসের যোদ্ধারা। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS