ভিডিও

হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান নেতানিয়াহুর

প্রকাশিত: ফেব্রুয়ারি ০৮, ২০২৪, ১২:৪৫ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ০৮, ২০২৪, ১২:৪৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় হামাসের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (৭ ফেব্রুয়ারি)  এক সংবাদ সম্মেলনে, হামাসের প্রস্তাবকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন তিনি।

ইসলামপন্থি আন্দোলনকে ধ্বংস করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেছেন, হামাসের পতন ছাড়া আর কোন বিকল্প নেই ইসরায়েলের হাতে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয়ই কেবল চার মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে পারে। তিনি বলেন, গাজায় হামাস যদি টিকে থাকে, তাহলে পরবর্তীতে আরও একটি গণহত্যার জন্য প্রস্তুত থাকতে হবে।

হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা, সামি আবু জুহরি, নেতানিয়াহুর মন্তব্যকে রাজনৈতিক বন্যতা হিসাবে বর্ণনা করেছেন যা এই অঞ্চলে সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে। 

বুধবার গাজায় তিন পর্বে সাড়ে চার মাসের যুদ্ধবিরতি প্রস্তাব করেছিল হামাস। প্রস্তাবে ছিল-সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া হবে, গাজা থেকে সব সেনা প্রত্যাহার করবে ইসরায়েল এবং যুদ্ধ সমাপ্তির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাবে উভয় দল।  কিন্তু ইসরায়েলি কারাগারে বন্দি হামাসের ১৫০০ যোদ্ধাকে মুক্তির ব্যাপারে একমত হতে পারেননি নেতানিয়াহু। হামাসের নতুন প্রস্তাবটি নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছিল রয়টার্স। গত সপ্তাহে মার্কিন ও ইসরায়েলি গুপ্তচর প্রধানদের তৈরি করা একটি যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের কাছে পাঠিয়েছিল কাতারি ও মিশরীয় মধ্যস্থতাকারীরা। এর প্রতিক্রিয়ায় বুধবার নতুন প্রস্তাবটি পাঠায় হামাস। 

হামাসের আরেক কর্মকর্তা ওসামা হামদান জানিয়েছেন, যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারী মিশর ও কাতারের সঙ্গে আলোচনার জন্য বৃহস্পতিবার কায়রো যাবেন হামাসের সিনিয়র কর্মকর্তা খলিল আল-হাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, একটি সফল যুদ্ধবিরতি নিয়ে আলোচনার পথ এখনও খোলা রয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS