ভিডিও

ইউক্রেনে তেলের ডিপোতে রুশ হামলায় নিহত ৭

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ০৩:২০ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ০৩:২০ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলের শহর খারকিভের একটি তেলের ডিপোতে ড্রোন হামলা করেছে রাশিয়া। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এই হামলায় ৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রুশ হামলায় নিহতদের পরিচয় দিয়ে আঞ্চলিক সহকারী পুলিশ প্রধান সার্জিও ব্লোভিনভ বলেন, রুশ ড্রোন হামলায় ঘরে আগুন লেগে যায়। সেই আগুনে মা-বাবাসহ তিন সন্তান জীবন্ত পুড়ে মারা গেছেন। নিহত তিন শিশুর বয়স উল্লেখ করে তিনি বলেন, নিহত শিশু ওলেকসির বয়স সাত বছর। চার বছর বয়সী মাইখাইলো। আর পাভলোর বয়স মাত্র সাত মাস। তারা সবাই আগুনে পুড়ে মারা গেছে। খারকিভ শহরের পূর্ব নেমিশ্লিয়ানস্কি জেলার কোটেলনা রাস্তার পাশে আরেকটি বাড়িতে আগুন লাগে। সেখানেও দুইজন নিহত হয়েছেন ।

হামলার প্রভাব উল্লেখ করে খারকিভ অঞ্চলের মেয়র ইহর তেরেখভ বলেন, রুশ ড্রোন হামলায় অন্তত ১৫টি বাড়ি পুড়ে গেছে। রাশিয়ার সন্ত্রাসী হামলার কড়া জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি স্টেশনে হামলার বিষয়ে আগেই বলেছিল ইউক্রেনের কর্মকর্তারা। কিন্তু পরে তাদের প্রতিবেদন সংশোধন করা হয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS