ভিডিও

যৌন নিপীড়নে জড়িত ব্যক্তিকে ক্ষমার জেরে হাঙ্গেরি প্রেসিডেন্টের পদত্যাগ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ০৮:৩০ রাত
আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ০৮:৩০ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : শিশু যৌননিপীড়নের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিকে ক্ষমা করার জেরে জনরোষের মুখে পদত্যাগ করলেন হাঙ্গেরির প্রেসিডেন্ট কাতালিন নোভাক। গত শনিবার তার এ পদত্যাগের ঘোষণা দেওয়া হয়। পদত্যাগের বিষয়ে এক বার্তায় নিজের দোষ স্বীকার করে ৪৬ বছর বয়সী নোভাক বলেন, ‘আমি পদত্যাগ করছি। শিশু ও পরিবার রক্ষার পক্ষে আমি আছি, ছিলাম এবং থাকব।’

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় এ নিয়ে প্রেসিডেন্টের বাসভবনের বাইরে বিক্ষোভ করেন সাধারণ জনগণ। সেইসঙ্গে এই ইস্যুতে বিরোধী রাজনীতিবিদদেরও তোপের মুখে পড়েন নোভাক। উল্লেখ্য, হাঙ্গেরির প্রথম নারী প্রেসিডেন্ট নোভাক ২০২২ সালের মার্চে দায়িত্ব নেন। শিশু যৌন নিপীড়নের মামলায় একটি অনাথ আশ্রমের সহকারী পরিচালককে ক্ষমা করেন নোভাক। ওই অভিযুক্ত ব্যক্তি তার বসের যৌন নির্যাতনের ঘটনা ধামাচাপ দেন।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS