ভিডিও

পাকিস্তানে নতুন পার্লামেন্ট অধিবেশন ২৯ ফেব্রুয়ারির মধ্যেই

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০৫:১৪ বিকাল
আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ১১:২৫ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে পাকিস্তানে পার্লামেন্টের নতুন অধিবেশন আহ্বান করতে হবে। সংবিধান অনুযায়ী, ওই দিনের মধ্যেই নতুন অধিবেশন আহ্বান করতে বাধ্য প্রেসিডেন্ট আরিফ আলভি। সোমবার (১২ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন। 

এরই মধ্যে নবনির্বাচিত সদস্যদের স্বাগত জানাতে সব ব্যবস্থা নিয়েছে জাতীয় পরিষদ সচিবালয়। সংবিধানের ৯১(২) ধারা অনুযায়ী, নির্বাচনি ফলের আনুষ্ঠানিক ঘোষণা বা প্রজ্ঞাপন জারির পর ২১ দিনের মধ্যে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করতে হবে প্রেসিডেন্টকে। যদি এর আগে প্রেসিডেন্ট নতুন অধিবেশন আহ্বান না করেন, তা হলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন থেকে পরবর্তী ২১তম দিনে অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। এ ছাড়া ১ ও ২ মার্চ যথাক্রমে নতুন স্পিকার ও প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে। তাই এর আগেই বিজয়ী দলকে সরকার গঠন করতে হবে।

নির্বাচন আইন ২০১৭ (২০২৩ সালে সংশোধিত)-এর ধারা ৯৮ অনুসারে, নির্বাচনের ১৪ দিনের মধ্যে ইসিপিকে আনুষ্ঠানিক ফল ঘোষণা করতে হবে। ফল ঘোষণার তিন দিনের মধ্যে স্বতন্ত্র প্রার্থীদের কোনো একটা দলে যোগ দিতে হবে। আর চতুর্থ দিন সংরক্ষিত আসনে নারী সদস্যদের অন্তর্ভুক্ত করা হবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS