ভিডিও

ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে ইইউ’র আহ্বান

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০১:৩৩ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০১:৩৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত থাকার প্রেক্ষাপটে অস্ত্র সরবরাহ বন্ধ করতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ইইউ-এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। এর আগে তিনি ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন বিষয়ক মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।

গাজা উপত্যকায় ইসরায়েলের ব্যাপক হত্যাযজ্ঞ সম্পর্কে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন,‘ বিভিন্ন দেশ উপর উপর প্রতিক্রিয়া দেখাচ্ছে’। এছাড়া পশ্চিমা বহু দেশের কর্মকর্তারা বলছেন, ইসরায়েলি হামলায় গাজায় অনেক বেশি বেসামরিক মানুষ মারা যাচ্ছেন। এসব কথার প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান বলেন, যদি আপনারা বিশ্বাস করেন গাজায় অনেক বেশি বেসামরিক মানুষ মারা যাচ্ছেন তাহলে অনেক মানুষের মৃত্যু ঠেকাতে আপনাদের উচিত কম অস্ত্র সরবরাহ করা।

গত ৭ অক্টোবর থেকে গাজা-ইসরাইল যুদ্ধ শুরুর পর আমেরিকা এ পর্যন্ত ইসরায়েলকে ১০ হাজার টনের বেশি অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে। গাজায় ইসরায়েলের গণহত্যা চালাতে এ সমস্ত অস্ত্র বড় ভূমিকা রেখেছে। এছাড়া, আমেরিকা প্রতিবছর ইসরায়েলকে ৩৮০ কোটি ডলারের বার্ষিক সামরিক সহায়তা দিয়ে থাকে। সূত্র: আল জাজিরা



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS