ভিডিও

ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধে হেরে গেছে : ইলন মাস্ক 

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০২:০১ দুপুর
আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০২:০১ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ধনকুবের এবং সামাজিক মাধ্যম এক্স পেইজের মালিক ইলন মাস্ক বলেছেন, ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধে হেরে গেছে এবং কোন কিছুতেই তা আর পরিবর্তন হবে না।'

ইলোন মাস্ক এক্স পেইজে দেয়া এক পোস্টে বলেন, 'আমেরিকায় ইউক্রেন যুদ্ধের পৃষ্ঠপোষকদের মধ্যে ভীতি এবং অস্বস্তি সৃষ্টি হচ্ছে। রিপাবলিকান দল এখন ইউক্রেনকে সামরিক সহায়তার দেয়ার বিরোধিতা করছে।'

মাস্ক ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন যে, রাশিয়ার সাথে যুদ্ধে ইউক্রেন হেরে গেছে। একই সাথে তিনি বলেন, ভবিষ্যৎ শান্তি আলোচনার ব্যাপারে ইউক্রেন যে অবস্থান গ্রহণ করেছে তাতে দেশটি আরো দুর্বল হয়ে পড়ছে।'

ইলন মাস্ক বলেন, 'এখন যুদ্ধবিরতি এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার সময় হয়েছে। ইউক্রেন এই যুদ্ধে হেরে গেছে এবং কোন কিছুতেই তা আর পরিবর্তন হবে না।' তিনি সুস্পষ্ট করে বলেন, 'এখন প্রশ্ন এসে দাঁড়িয়েছে, পরাজয় মেনে নেয়ার আগে ইউক্রেনের কত মানুষের মৃত্যু হয় সেটাই দেখার বিষয়।'



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS