ভিডিও

রাশিয়াই বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রের অধিকারী : পুতিন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০৯:৩৯ রাত
আপডেট: মার্চ ০১, ২০২৪, ০১:০৯ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে যুদ্ধের জন্য দেশগুলো যদি সেনা পাঠায় তাহলে একটি পারমাণবিক যুদ্ধের প্রকৃত ঝুঁকি রয়েছে। পারমাণবিক অস্ত্র দিয়ে পশ্চিমা যেকোনও নিশানায় আঘাতে সক্ষম মস্কো। আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দেশটির পার্লামেন্ট ও অভিজাত শ্রেণির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ সতর্কতা উচ্চারণ করেন।

পুতিন ভাষণে আবারও অভিযোগ করে বলেছেন, পশ্চিমারা রাশিয়াকে দুর্বল করতে চাইছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, পশ্চিমা নেতারা বুঝতে পারছেন না রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে কী ভয়াবহ বিপদের সঙ্গে জড়াচ্ছেন। সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেনের ইউরোপীয় ন্যাটো দেশগুলোর সেনা পাঠানোর ধারণা তুলে ধরেছিলেন। যদিও দ্রুতই তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন ও অপর দেশগুলো। ম্যাক্রোঁর ওই মন্তব্য ঘিরে পুতিনের এই সতর্ক বার্তা এলো।

পুতিন বলেছেন, পশ্চিমা দেশগুলোকে অবশ্যই বুঝতে হবে যে, আমাদেরও পারমাণবিক অস্ত্র রয়েছে। যেগুলো তাদের ভূখণ্ডে আঘাত করতে পারবে। এসব কিছু পারমাণবিক অস্ত্র ব্যবহার ও মানব সভ্যতার ধ্বংসের জন্য হুমকি। তারা কী এটি বুঝতে পারছে না? আগামী ১৫-১৭ মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আরও ছয় বছরের জন্য নির্বাচিত হওয়ার বিষয়ে পুতিন প্রায় নিশ্চিত। ভাষণে তিনি রাশিয়ার অত্যাধুনিক পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের প্রশংসা করেছেন।

তিনি দাবি করেছেন, রাশিয়াই বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রের অধিকারী। দৃশ্যত ক্ষুব্ধ পুতিন বৃহস্পতিবারের ভাষণে ইঙ্গিত দিয়েছেন পশ্চিমা নেতাদের নাৎসি জার্মানির অ্যাডলফ হিটলার ও ফ্রান্সের ন্যাপোলিয়েন বোনাপোর্টের মতো পরিণতি হতে পারে, যারা অতীতে রাশিয়া আক্রমণ করে ব্যর্থ হয়েছিলেন। পুতিন সতর্ক করে বলেছেন, কিন্তু এবার পরিণতি হবে আরও দুঃখজনক। তারা যুদ্ধকে কার্টুন মনে করে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS