ভিডিও

বিয়ের কয়েক ঘণ্টা আগে ছুরিকাঘাতে ছেলেকে হত্যা, বাবা গ্রেপ্তার

প্রকাশিত: মার্চ ০৮, ২০২৪, ০১:৪৯ দুপুর
আপডেট: মার্চ ০৮, ২০২৪, ০১:৪৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

আর কয়েক ঘণ্টা পরই হওয়ার কথা ছিল বিয়ে। আনন্দ উৎসবে মেতে উঠার কথা ছিল সবার। আর আনন্দঘন সেই পরিবেশই হয়ে উঠল কিনা বিষাদময়। বিয়ের কয়েক ঘণ্টা আগে ছুরিকাঘাতে মৃত্যু হলো বরের।


আর তার পরদিন সন্ধ্যায় এই হত্যাকাণ্ডের দায়ে গ্রেপ্তার করা হলো বাবাকে। মূলত বিয়ের কয়েক ঘণ্টা আগে ওই ব্যক্তি তার ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে।

নিহত ওই ব্যক্তির নাম গৌরব সিংগাল। তিনি দিল্লির একটি জিমের মালিক। শুক্রবার (৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

জানা যায়, বুধবার শোভাযাত্রা করে বিয়েবাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন গৌরবের আত্মীয়-স্বজনরা। হঠাৎ, তারা খেয়াল করেন, সবাই আছে অথচ পাত্র গৌরব সেখানে নেই। এরপরই খোঁজ শুরু হয় গৌরবের। আত্মীয়-স্বজনরা হন্যে হয়ে এদিক-ওদিক খুঁজতে থাকে তাকে। অবশেষে বাড়ির পাশে, রাজু পার্ক থেকে গৌরবকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গৌরবের মুখ ও বুক ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। উদ্ধারের সঙ্গে সঙ্গে তাকে কাছের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানান, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, গৌরবের মুখ ও বুকে অন্তত ১৫টি ছুরির আঘাতের চিহ্ন ছিল।


দক্ষিণ দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার অঙ্কিত চৌহান জানিয়েছেন, গৌরবকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই আমরা খবর পাই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। দেখা যায়, গৌরবের বাবা রঙ্গলাল সিংঘল উধাও। অনেক খুঁজেও তাকে কোথাও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, হয়তো তিনিও হামলার শিকার হয়েছেন।

কিন্তু এলাকার সিসিটিভি ক্যামেরাগুলির ফুটেজ দেখে পুলিশ জানতে পারে, ঘটনার পর গৌরবের বাবা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। এরপরই রঙ্গলাল সিংঘলের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় তাকে দক্ষিণ দিল্লির একটি জায়গা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশের জেরার মুখে রঙ্গলাল ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন। তার দাবি, গৌরব প্রায় প্রতিদিনই তাকে অপমান করতেন। ঘটনার দিনও তাকে অপমান করেছিলেন। তাতেই অনিয়ন্ত্রিত রাগের বশে ছেলেকে কুপিয়ে হত্যা করেন তিনি।

এদিকে, রঙ্গলাল গ্রেফতার হওয়ায় তাদের আত্মীয়রা বিস্মিত। রঙ্গলালকে গ্রেফতার করার আগে তাদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, গৌরব হত্যার পেছনে বাড়ির কারও হাত থাকতেই পারে না। কিন্তু শেষমেশ বিয়ের মাত্র কয়েক ঘণ্টা আগে বাবার হাতেই যে তাকে নির্মমভাবে খুন হতে হবে তা যেন কেউই বিশ্বাস করতে পারছেন না।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS