ভিডিও

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল ভারত!

প্রকাশিত: মার্চ ১২, ২০২৪, ০৩:১০ দুপুর
আপডেট: মার্চ ১৩, ২০২৪, ১১:৪১ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-ফাইভ নামের এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। সোমবার (১১ মার্চ) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে (সাবেক টুইটার) একথা জানান। খবর : টাইমস অব ইন্ডিয়া।

ভারতের তৈরি এ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওজন ৫০ টন। পারমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি সিরিজের সবশেষ ক্ষেপণাস্ত্র এটি। এর পাল্লা পাঁচ হাজার কিলোমিটার। এতে এমন সেন্সর ব্যবহার করা হয়েছে, যাতে যে কোনও সময় নিখুঁত লক্ষ্যে আক্রমণ হানতে পারে এটি। বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের কাছে 'মাল্টিপল ইন্ডিপেনডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকেল' (এমআইআরভি) প্রযুক্তি আছে। সেই তালিকায় এবার যুক্ত হল ভারতও।

বিশেষজ্ঞরা বলছেন, ওই প্রযুক্তির মাধ্যমে একই সঙ্গে একাধিক জায়গায় আক্রমণ চালানো যাবে। এতদিন তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেবল একটি লক্ষ্যবস্তুকে নিশানা বানাতে পারত। এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে বেশ কিছুদিন আগেই ঘোষণা দেয় ভারত। দেশটির গণমাধ্যমের দাবি, এরই মধ্যে ভারতের পূর্ব উপকূলে নজরদারি বাড়াতে জাহাজ পাঠিয়েছে চীন। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS