ভিডিও

নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সংঘাতে ১৬ সৈন্য নিহত

প্রকাশিত: মার্চ ১৭, ২০২৪, ০২:৫৪ দুপুর
আপডেট: মার্চ ১৭, ২০২৪, ০২:৫৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতা দমন করতে গিয়ে স্থানীয়দের হামলায় অন্তত ১৬ সৈন্য নিহত হয়েছেন। শনিবার দেশটির সেনাবাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের ডেল্টা রাজ্যে স্থানীয় একটি সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে পড়া সহিংসতা দমনের চেষ্টার সময় সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলা হয়েছে। তেল-উৎপাদনকারী ওই রাজ্যের সাম্প্রদায়িক সহিংসতায় জড়িত কিছু তরুণ সেনাবাহিনীর সদস্য ঘিরে ফেলে তাদের ওপর হামলা চালায়। 

বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল টুকুর গুসাউ বলেছেন, গত বৃহস্পতিবার ১৮১ অ্যাম্ফিবিয়াস ব্যাটালিয়নের সৈন্যরা ওকুমা সম্প্রদায়ের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় তরুণরা চারদিক থেকে তাদের ঘিরে ফেলে এবং হামলা চালায়।  তিনি বলেন, একজন কমান্ডিং অফিসারের নেতৃত্বে অতিরিক্ত সৈন্য মোতায়েন করা হলেও তারাও আক্রান্ত হন। হামলায় ওই কমান্ডিং কর্মকর্তাসহ দুজন মেজর, একজন ক্যাপ্টেন এবং ১২ জন সৈন্য নিহত হয়েছেন। দেশের প্রতিরক্ষা প্রধান তাৎক্ষণিকভাবে এই ঘটনায় তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন গুসাউ। তিনি বলেন, এই হামলার উদ্দেশ্য উদঘাটনের জন্য কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS