ভিডিও

অপহরনের নাটক সাজিয়ে বাবার কাছে মুক্তিপণ দাবি

প্রকাশিত: মার্চ ২১, ২০২৪, ০৫:০২ বিকাল
আপডেট: মার্চ ২১, ২০২৪, ০৫:০২ বিকাল
আমাদেরকে ফলো করুন

মেয়েকে অপহরণ করে বাবার কাছে পাঠানো হয়েছে মেয়ের হাত-পা বাঁধা ছবি। শেষমেষ মুক্তিপণ দাবি করা হলো ৩০ লাখ। এসব ঘটনাই পুলিশকে জানান সেই বাবা। পরে পুলিশ মেয়েকে উদ্ধারে তদন্ত শুরু করে।

আর তাতেই বের হয়ে যায় সত্য। মূলত ওই মেয়ে নিজেই নিজেকে অপহরণের নাটক সাজিয়েছিল। আর এরপর বাবার কাছে দাবি করে মুক্তিপণ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।

বুধবার (২০ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রদেশের ২১ বছর বয়সী এক তরুণীর বাবা পুলিশকে বলেছেন, তার মেয়েকে অপহরণ করা হয়েছে এবং মেয়ের মুক্তির জন্য তার কাছে ৩০ লাখ রুপি মুক্তিপণ দাবি করা হয়েছে।


এছাড়া পুলিশের কাছে দায়ের করা অভিযোগে তিনি বলেন, তিনি তার মেয়ের হাত-পা বাঁধা ছবি পেয়েছেন। ওই বাবা জানান, তার মেয়ে রাজস্থানের কোটায় একটি কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছিল।

যাইহোক কোটা পুলিশ পরে জানায়, ওই মেয়ের বিরুদ্ধে কোনও অপরাধ সংঘটিত হয়নি বলে প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে এবং ২১ বছরের ওই তরুণী তার অপহরণের মিথ্যা ঘটনা সাজিয়েছিল।

কোটার পুলিশ সুপার অমৃতা দুহান বলেছেন, ‘এখন পর্যন্ত তদন্তে যে প্রমাণ পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে, মেয়েটির বিরুদ্ধে কোনও অপরাধ সংঘটিত হয়নি এবং কোনও অপহরণের ঘটনাও ঘটেনি। এখন পর্যন্ত পাওয়া প্রমাণ থেকে অপহরণের ঘটনাটি মিথ্যা বলে মনে হচ্ছে।’


দুহান আরও বলেছেন, গত ১৮ মার্চ মধ্যপ্রদেশের শিবপুরীতে মেয়েটির বাবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করার বিষয়ে তথ্য পেয়ে তারা দল গঠন করেছিল। তদন্তের সময় পুলিশ জানতে পেরেছে, ওই মেয়ে তার দুই বন্ধুর সাথে ইন্দোরে বাস করত। যা মূলত তার বাবা-মা থাকতেন যেখানে থাকেন তার থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে।

তদন্তের সময় পুলিশ ওই মেয়ের বন্ধুদের একজনকে খুঁজে বের করে এবং সে পুলিশকে জানায়, ওই মেয়ে এবং তার অন্য বন্ধু বিদেশে যেতে চায়। সে আরও জানায়, তার বন্ধু ভারতে পড়াশোনা করতে পারবে না এবং বিদেশে পড়াশোনা করার জন্য তার অর্থ দরকার ছিল।

এনডিটিভি বলছে, গত ৬-৭ মাস ধরে কোটায় তার অবস্থান খুঁজে পাওয়া যায়নি এবং তাকে শহরের কোনো কোচিং ইনস্টিটিউট বা হোস্টেলে ভর্তিও করা হয়নি। মেয়েটির মা তাকে গত বছরের ৩ আগস্ট একটি কোচিং ইনস্টিটিউটে ভর্তি করান এবং তিনি ৫ আগস্ট পর্যন্ত সেখানে ছিলেন। এরপর তিনি মধ্যপ্রদেশের ইন্দোরে যান বলে পুলিশ জানিয়েছে।

 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS