ভিডিও

৬.১ মাত্রায় ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪, ১২:৫৭ দুপুর
আপডেট: মার্চ ২৪, ২০২৪, ১২:৫৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেংগরা প্রদেশের উপকূলে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (২৪ মার্চ) এ তথ্য জানিয়েছে দেশটির ভূপদার্থবিদ্যা সংস্থা। খবর : রয়টার্স 

সামজিক যোগাযোগমাধ্যম এক্সে ভূপদার্থবিদ্যা সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের এ ঘটনায় কোনও ধরনের সুনামি হওয়ার শঙ্কা নেই। সংস্থাটি জানিয়েছে, পূর্ব নুসা টেংগরা প্রদেশের এন্ডে শহরের ১০৪ কিলোমিটার (৬৫ মাইল) দক্ষিণ-পূর্বে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এর গভীরতা ছিল ৪৭ কিলোমিটার। ভূমিকম্পের প্রভাবে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ায় ঘন ঘন ভূমিকম্প হয়। গত বছরের নভেম্বরে দেশটির বান্দা সাগর এলাকায় ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। তার আগে ২০২২ সালের নভেম্বরে পশ্চিম জাভায় ৫ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পে ৬০২ জনের মৃত্যু হয়েছিল।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS