ভিডিও

বিরতিহীন দুঃস্বপ্নে আটকে গেছেন ফিলিস্তিনিরা : জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৪, ০৩:৩১ দুপুর
আপডেট: মার্চ ২৪, ২০২৪, ০৩:৩১ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শনিবার মিসরের রাফা সীমান্ত ক্রসিং এলাকা পরিদর্শন করে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে সেখানে মানবিক সহায়তা পৌঁছাতে দেওয়ার কথা বলেন। তিনি বলেন, বিশ্ব যথেষ্ট ভয়াবহতা দেখেছে। গাজায় ফিলিস্তিনিরা বিশেষ করে শিশু, নারী ও পুরুষ নির্বিশেষে বিরতিহীন দুঃস্বপ্নে আটকে গেছে। 

গুতেরেস বলেন, রাফায় যেকোনো ধরনের আক্রমণ পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে। কিন্তু স্থল অভিযান শুরু না করলেও রাফায় নিয়মিত বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, ইসরায়েলি কর্তৃপক্ষ যে সাহায্যের অনুমতি দিচ্ছে, তা এখনো যথেষ্ট নয়।

নেতানিয়াহু বারবার বলছেন, রাফায় স্থল আক্রমণই হামাসকে নির্মূল করার একমাত্র উপায়। কিন্তু বিশ্বনেতারা সতর্ক করে বলছেন, সেখানে হামলা করা হলে ইতিমধ্যে বিপর্যয়কর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS