ভিডিও

ইসরায়েলকে আরও বিস্ফোরক ও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০৩:৫১ দুপুর
আপডেট: মার্চ ৩১, ২০২৪, ০৩:৫১ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের বিস্ফোরক ও যুদ্ধবিমান পাঠানোর প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এই নতুন প্যাকেজের মাঝে রয়েছে প্রায় দুই হাজার এমকে৮৪ দুই হাজার পাউন্ড ওজনের বোমা এবং পাঁচশ’ এমকে৮২ ৫০০ পাউন্ড ওজনের বোমা। এছাড়া ইসরায়েলকে বার্ষিক ৩.৮ বিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা পাঠায় যুক্তরাষ্ট্র। খবর : রয়টার্স

ইতিমধ্যেই বড় ধরণের বৈশ্বিক চাপের মুখে রয়েছে ইসরায়েল। এমন এক সময়ে এই সামরিক প্যাকেজ অনুমোদন করল যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েলকে অনবরত সমর্থন দিয়ে যাওয়ায় দেশটির ডেমোক্র্যাট এবং মার্কিন আরব মহলগুলো থেকে এ বিষয়ে অসন্তোষ ক্রমশ স্পষ্ট হচ্ছে। শুক্রবার এক বক্তব্যে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, গাজায় হামলার বিষয়ে আরবদের কষ্ট তিনি বুঝতে পারছেন, কিন্তু তারপরেও ইসরায়েলের সমর্থনে অটল থাকবেন তিনি। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS