ভিডিও

আবারও প্রকাশ্যে ইসরাইলে রাজনৈতিক বিভাজন

প্রকাশিত: এপ্রিল ০১, ২০২৪, ০১:৪৪ দুপুর
আপডেট: এপ্রিল ০২, ২০২৪, ০১:০৭ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের পার্লামেন্ট ভবনের সামনে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে ১০ হাজারেরও বেশি মানুষ। গাজায় ইসরাইলি বাহিনী হামলা চালানোর পর এটি দেশটিতে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ। এর মধ্যদিয়ে ইসরাইলে রাজনৈতিক বিভাজন আবারও প্রকাশ্যে এলো।

সোমবার (১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গেল ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরাইলের রাজনৈতিক বিভাজন কিছুটা আড়ালে গেলেও এবার হাজারো বিক্ষোভকারী ইসরাইলের রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন। চলমান যুদ্ধ ইসরাইলের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার জন্য তাদের সংকল্পকে আরও শক্তি দিয়েছে। জেরুজালেম শহরের একটি প্রধান মহাসড়ক বেগিন বুলেভার্ড অবরোধকারী বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার জন্য পুলিশ দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার করেছে।

এই বিক্ষোভে নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবিতে স্লোগান উঠেছে। একইসঙ্গে গাজায় এখনও বন্দী ১৩৪ ইসরাইলি জিম্মিকে মুক্ত করার দাবিও জানানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এই বন্দীদের অনেকেই মারা গেছেন। বিক্ষোভকারীরা এবং নেতানিয়াহুর সমালোচকরা বলছেন, গণতন্ত্রের শত্রুরা এরইমধ্যে তার সরকারে ঢুকে পড়েছে। এর মধ্যে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের নেতৃত্বে ধর্মীয় জায়োনিজম পার্টি অন্যতম।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS