ভিডিও

আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ৯ শিশু 

প্রকাশিত: এপ্রিল ০২, ২০২৪, ০৩:৩২ দুপুর
আপডেট: এপ্রিল ০২, ২০২৪, ০৩:৩২ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের গজনি প্রদেশে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৯ শিশু নিহত হয়েছে। সোমবার দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রাদেশিক প্রশাসনের কর্মকর্তা হামিদুল্লাহ নিসার এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রদেশে গেরু জেলায় এ ঘটনা ঘটেছে উল্লেখ করে হামিদুল্লাহ নিসার বলেন, ‘আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের সময় ল্যান্ডমাইনটি সেখানে পোঁতা হয়েছিল। গতকাল হঠাৎ সেটি বিস্ফোরিত হয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। যে মাঠে মাইনটি পোঁতা ছিল, তার কাছেই খেলছিল শিশুরা।’

১৯৭৯ সালে আফগানিস্তানে অভিযান চালিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। দশ বছর স্থায়ী হয়েছিল সেই অভিযান। মূলত সেই অভিযানের জেরেই গত শতকের নব্বইয়ের দশকে উত্থান ঘটে বর্তমানে ক্ষমতাসীন তালেবান বাহিনীর। অভিযানের সময় দেশটির বিস্তৃত এলাকাজুড়ে ল্যান্ডমাইন, মর্টারসহ বিভিন্ন বিস্ফোরক পুঁতেছিল সোভিয়েত বাহিনী। সেগুলোর অধিকাংশই এখনও নিষ্ক্রিয় করা হয়নি।  



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS