ভিডিও

সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ বুধবার

প্রকাশিত: এপ্রিল ০৮, ২০২৪, ০৯:৩৯ রাত
আপডেট: এপ্রিল ০৯, ২০২৪, ০১:৪৭ রাত
আমাদেরকে ফলো করুন

সৌদি আরবের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বুধবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে দেশটির বাসিন্দারা। আজ সোমবার (৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

সৌদি আরবে আরবি বর্ষপঞ্জিকার নবম মাস পবিত্র রমজান শুরু হয় গত ১১ মার্চ। সেই হিসাবে আজ সোমবার (৮ এপ্রিল) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২৯তম রোজা পালন করা হয়। চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে ৩০টি রোজা পূর্ণ হচ্ছে কাল মঙ্গলবার। এর পরের দিন সেখানে পবিত্র ঈদুল ফিতর।

প্রসঙ্গত, ইসলামি (হিজরি) ক্যালেন্ডারের দশম মাস শাওয়ালের চাঁদ দেখার ওপর ঈদুল ফিতরের প্রথম দিনটি নির্ধারণ করা হয়ে থাকে। চন্দ্র মাসগুলো ২৯ ও ৩০ দিন হয়ে থাকে। তাই আরবি মাস শুরুর জন্য চাঁদ দেখার জন্য অপেক্ষা করতে হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS