ভিডিও

রমজানে ৩ কোটি মুসল্লির ওমরাহ পালন

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৪, ০৪:২০ দুপুর
আপডেট: এপ্রিল ১০, ২০২৪, ০৪:২০ দুপুর
আমাদেরকে ফলো করুন

সদ্যই বিদায় নেওয়া পবিত্র রমজান মাসে ৩ কোটি মুসল্লি ওমরাহ পালন করেছেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করে। গতকাল সৌদিতে ছিল ১৪৪৫ হিজরি সনের রমজান মাসের শেষ দিন।

 

গত ১১ মার্চ ইসলামের সূতিকাগার সৌদি আরবে শুরু হয় সিয়াম-সাধনার মাস রমজান। দেশটির বাসিন্দারা এবার ৩০টি রমজান পূর্ণ করে আজ বুধবার ঈদ পালন করছেন।

রমজান মাস শুরু হওয়ার পরই সৌদির বিভিন্ন অঞ্চলসহ বিশ্বের নানান দেশ থেকে ওমরাহ পালনের জন্য মক্কায় ভিড় জমান মুসল্লিরা। প্রতি বছরের মতো এবারও মক্কায় মুসল্লিদের ঢল নামে।


পবিত্র রমজান মাসে মক্কায় এবার এত মানুষ জড়ো হয়েছিলেন যে, ভিড় সামলানোর জন্য এ বছর একজন মুসল্লিকে শুধুমাত্র একবারই ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়েছিল।

ওমরাহ পালনের জন্য মূল কাবা চত্বরে প্রবেশ করতে হয়। এবার যারা ওমরাহর জন্য কাবা চত্বরে প্রবেশ করেছেন তাদের আগে সৌদির সরকারি অ্যাপ নুসুকের মাধ্যমে নিবন্ধন করতে হয়েছে। একই ব্যক্তি দ্বিতীয়বার যখন আবারও ওমরাহর জন্য নুসুক অ্যাপে আবেদন করেছেন তখন তাদেরকে অনুমতি দেওয়া হয়নি।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS