ভিডিও

খেলতে গিয়ে ৫০ ফুট গর্তে শিশু, চলছে উদ্ধার কাজ

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৪, ০২:১৩ দুপুর
আপডেট: এপ্রিল ১৪, ২০২৪, ১১:৫২ দুপুর
আমাদেরকে ফলো করুন

খেলতে খেলতে ৫০ ফুট গভীর গর্তে পড়ে গেছে ছয় বছর বয়সী একটি শিশু। মধ্যপ্রদেশের রেবা জেলায় শুক্রবার এ ঘটনা ঘটেছে। শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করেছে প্রশাসন।

জানা যায়, একটি কৃষিজমিতে খেলার সময় ওই গর্তের মধ্যে পড়ে যায় শিশুটি। যে গর্তের মধ্যে ওই শিশুটি পড়ে গেছে সেটির ব্যাস ৬ সেন্টিমিটার। রেবার অতিরিক্ত পুলিশ সুপার অনিল সোনকার জানিয়েছেন, ওই শিশু এখনও গর্তের মধ্যে আটকে আছে।

অনিল বলেন, ‘শিশুটি খেলতে গিয়ে গর্তের মধ্যে পড়ে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ওই শিশুটিকে গর্ত থেকে বের করে আনতে অভিযান শুরু করে। দুটি বড় বড় যন্ত্র এনে অভিযান চালানো হচ্ছে। আমরা আশাবাদী যে খুব শিগগিরই শিশুটিকে উদ্ধার করা হবে।’

পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, বারাণসী থেকে একটি উদ্ধারকারী দলও শিগগরিই ঘটনাস্থলে পৌঁছাবে। গর্তের ভেতরে শিশুটির সঠিক অবস্থান জানার চেষ্টা চলছে। একটি সমান্তরাল গর্ত খননের প্রক্রিয়াও চলছে, যাতে আটকে পড়া শিশুটিকে নিরাপদে বের করা যায়। তার শ্বাসপ্রশ্বাস নিয়ে যাতে কোনো অসুবিধা না হয়, সে ব্যবস্থাও করা হচ্ছে।

সূত্র : আনন্দবাজার



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS