ভিডিও

সর্বোচ্চ বৃষ্টিতে পানির নিচে আমিরার বিমানবন্দর

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪, ০৮:০৭ রাত
আপডেট: এপ্রিল ১৮, ২০২৪, ১০:৫৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেক্স: রেকর্ড বৃষ্টিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ভারি বর্ষণে তলিয়ে গেছে মরুভূমির দেশটির রাস্তাঘাটসহ বিভিন্ন এলাকা। এমনকি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরও পানিতে তলিয়ে গেছে। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ফ্লাইট চলাচল।

ভারি বৃষ্টির পাশাপাশি প্রবল বজ্রঝড়ও আঘাত হেনেছে দেশটিতে। জানা গেছে, সেখানে দেড় বছরে যে পরিমাণ বৃষ্টি হয়, মাত্র কয়েক ঘণ্টায় তার চেয়ে বেশি বৃষ্টি হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের আবহাওয়া সংক্রান্ত তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (১৫ এপ্রিল) রাত থেকেই সেখানে বৃষ্টি শুরু হয়েছে। প্রায় ২০ মিলিমিটার বৃষ্টিতে দুবাইয়ের রাস্তাঘাট তলিয়ে গেছে।


এ ছাড়া মঙ্গলবার সকাল ৯টায় ঝড়ের তীব্রতা বাড়তে থাকে এবং সারা দিন ঝড় বয়ে গেছে। মঙ্গলবারের শেষের দিকে ১৪২ মিলিমিটাররও বেশি বৃষ্টি হয়েছে।  প্রবল বর্ষণে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরটির কার্যক্রম ব্যাহত হচ্ছে।

রানওয়ে থেকে শুরু করে বিমানবন্দরে ঢোকার রাস্তা, গাড়ি পার্কিংয়ের এলাকা―সবই পানিতে তলিয়ে গেছে। ফলে বিমানের ওঠানামা বন্ধ হয়ে গেছে। পুরো শহরই যেন থমকে গেছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, শুষ্ক জলবায়ু এবং গরম তাপমাত্রার জন্য পরিচিত দুবাই শহর মঙ্গলবার ভারি বৃষ্টিপাতের পর পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়েছে। মূলত বৃষ্টিপাতের কারণে সমগ্র আরব আমিরাতই বিপর্যস্ত। ভারি বর্ষণে দেশটিতে আকাশপথে ভ্রমণ ব্যাহত হয়েছে এবং মরুভূমির এই দেশজুড়ে ব্যাপক বন্যা দেখা দিয়েছে।

 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS