ভিডিও

ভারতে ‘স্বাস্থ্যকর পানীয়র’ তালিকা থেকে বাদ পড়লো হরলিক্স

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৪, ০২:১১ দুপুর
আপডেট: এপ্রিল ২৬, ২০২৪, ০২:১১ দুপুর
আমাদেরকে ফলো করুন

প্রস্তুতকারক সংস্থা ‘হিন্দুস্তান ইউনিলিভার’ হরলিক্সের বোতল থেকে ‘হেল্‌থ ফুড ড্রিংকস’ ট্যাগ সরিয়ে নিয়েছে। এর পরিবর্তে লেখা হয়েছে, ‘ফাংশনাল ন্যাশনাল ড্রিংক’ (এফএনডি)। খবর: ইন্ডিয়া টুডে’র।


কয়েকদিন আগেই ভারতে ‘স্বাস্থ্যকর পানীয়র’ তালিকা থেকে বাদ পড়ে ‘বোর্নভিটা’। দেশটির সরকার সব ই-কমার্স সংস্থাকে নির্দেশ দেয় যেন ‘স্বাস্থ্যকর পানীয়’ বিভাগে বোর্নভিটা না রাখা হয়। এবার সেই তালিকায় যুক্ত হল হরলিক্স।

এসব পানীয়তে মাত্রাতিরিক্ত চিনির উপস্থিতি নিয়ে আলোচনার পর ভারত সরকার এমন পদক্ষেপ গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) হিন্দুস্তান ইউনিলিভারের চিফ ফিনানশিয়াল অফিসার রিতেশ তিওয়ারি এক সংবাদ সম্মেলনে জানান, হরলিক্স এখন থেকে ‘এফএনডি’ বিভাগভুক্ত। তবে পরিবর্তন এলেও গ্রাহক বৃদ্ধি এবং গ্রাহকদের হরলিক্সের প্রতি আস্থা বজায় রাখতে নজর দেওয়া হচ্ছে।

এখন প্রশ্ন দেখা দিয়েছে বিভাগ পরিবর্তন হওয়ায় হরলিক্সকে কি আর ‘স্বাস্থ্যকর পানীয়’ বলা যাবে না? এর জবাবে ‘ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটিভ নিউট্রিশন’ জানিয়েছে, ‘এফএনডি’ মানুষের জীবনযাপন অনুসারে পুষ্টির চাহিদা মেটায়। এ ধরনের পানীয় প্রোটিন এবং মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি পূরণ করে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS