ভিডিও

ব্রিটিশ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৪, ০৪:১৬ দুপুর
আপডেট: এপ্রিল ২৭, ২০২৪, ০৪:১৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরের এবার যুক্তরাজ্যের একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুতিরা। ইয়েমেনের মোচা উপকূল থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে এই হামলার ঘটনা ঘটে। খবর : বিবিসি। 

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে শনিবার (২৭ এপ্রিল) এক টেলিভিশন ভাষণে জানিয়েছেন, তাদের যোদ্ধারা নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাজ্যের তেলবাহী ট্যাংকার ‘আন্দ্রোমেদা স্টারে’ সরাসরি হামলা চালাতে সমর্থ হয়েছে। এদিকে গ্লোবাল রিস্ক ম্যানেজমেন্ট ফার্ম অ্যামব্রে দাবি করেছে, ‘আন্দ্রোমেদা স্টার’ জাহাজটি পানামার পতাকাবাহী এবং জাহাজটি বর্তমানে যুক্তরাজ্যের মালিকানাধীন নয়। ট্যাঙ্কারটি ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের মালিকানাধীন ছিল বলে জানিয়েছে অ্যামব্রে। সংস্থাটির মতে, বর্তমানে এটি পূর্ব আফ্রিকার দেশ সেশেলসের মালিকানাধীন।

ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ইউকেএমটিও জানিয়েছে, পানামার পতাকাবাহী জাহাজটিতে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং এটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো আহত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অ্যামব্রে জানিয়েছে, জাহাজটি লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা। ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, অ্যান্ড্রোমিডা স্টার জাহাজটি ছোটখাটো ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এটি তার সমুদ্রযাত্রা চালিয়ে যাচ্ছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS