ভিডিও

রাশিয়ার আক্রমণে ‘পিছু হটতে বাধ্য হচ্ছে ইউক্রেন’

প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৪, ০১:১৭ দুপুর
আপডেট: এপ্রিল ২৯, ২০২৪, ০১:১৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কয়েক দফা হামলার মুখে ইউক্রেন পিছু হটতে বাধ্য হয়েছে বলে স্বীকার করেছে দেশটির সেনাপ্রধান ওলেকজান্দ্রার সিরস্কি। রোববার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

টেলিগ্রাম মেসেজ অ্যাপে সিরস্কি জানান, ‘রণক্ষেত্রের পরিস্থিতি খারাপ। ইউক্রেন বাহিনী পূর্ব দোনেৎস্ক অঞ্চলে তাদের অবস্থান থেকে সরে এসেছে।’ 

ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন অস্ত্র সরবরাহ পাওয়ার আগে জনবল ও গোলাবারুদের দিক থেকে এগিয়ে থাকা রাশিয়া এ সুবিধা নিতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি।

গত সপ্তায় মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য ৬১ বিলিয়ন ডলার সামরিক সহায়তা প্যাকেজ দিতে সম্মত হয়েছে। কিন্তু নতুন মার্কিন অস্ত্র এখনও ফ্রন্টলাইনে তাদের প্রস্তুত করতে পারেনি। যেখানে ইউক্রেনীয় সৈন্যরা কয়েক মাস ধরে গোলাবারুদ, সেনা এবং বিমান প্রতিরক্ষার অভাবে আছে বলেও জানান সিরস্কি। তিনি আরও বলেন, ইউক্রেন বাহিনীকে দোনেৎস্কের একটি এলাকায় তাদের বেশ কয়েকটি অবস্থান থেকে প্রত্যাহার করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের প্রধান শহর আভদিভকা দখল করার পর এ প্রতিরক্ষা লাইনটি গড়ে তোলা হয়েছিল।

জেনারেল সিরস্কি অগ্রসরমান রাশিয়ানদের কাছে অঞ্চল হারানোর কথা স্বীকার করেন। তিনি বলেন, মস্কো কিছু ক্ষেত্রে কৌশলগত সাফল্য অর্জন করেছে। রাশিয়া-ইউক্রেন বেশিরভাগ যুদ্ধ হচ্ছে ‘চাসিভ ইয়ার’কে ঘিরে। এটি একটি কিয়েভ-নিয়ন্ত্রিত দুর্গ, যেখানে রাশিয়া আভদিভকা দখল করার পর সেখানে পৌঁছানোর চেষ্টা করছে। এছাড়া পশ্চিমের কিছু অঞ্চলে নতুন প্রতিরক্ষামূলক লাইন গড়ে তোলা হয়েছে। 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS