ভিডিও

চুরির অভিযোগে রাশিয়ায় মার্কিন সেনা গ্রেফতার !

প্রকাশিত: মে ০৭, ২০২৪, ০৪:২৯ দুপুর
আপডেট: মে ০৭, ২০২৪, ০৪:২৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় চুরির অভিযোগে এক মার্কিন সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ওই সেনার নাম গর্ডন ব্ল্যাক। তিনি দক্ষিণ কোরিয়ায় কর্মরত ছিলেন। সোমবার (৬ মে) মার্কিন প্রশাসনের দু’জন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার রাশিয়ার ভ্লাদিভস্তক এলাকা থেকে ২৪ বছর বয়সী সার্জেন্ট গর্ডন ব্ল্যাককে গ্রেফতার করা হয়। এলাকাটি সামরিক ও বাণিজ্যিক বন্দর হিসেবে পরিচিত। তিনি এক নারী থেকে কিছু চুরি করেছেন বলে অভিযোগ উঠেছে। গর্ডন দক্ষিণ কোরিয়ায় কর্মরত ছিলেন। সেখান থেকে তার টেক্সাস ফেরার কথা থাকলেও কীভাবে রাশিয়ায় গেলেন, তা জানা যায়নি।

এ ব্যাপারে মার্কিন প্রশাসনকে জানিয়েছে রাশিয়া। তারা গর্ডন ব্ল্যাকের পরিবারকে জানিয়েছে। এরইমধ্যে তাকে ফিরিয়ে আনার ব্যাপারে কার্যক্রম শুরু করেছে আমেরিকা।  তবে, ওই সেনা ছুটিতে ছিলেন নাকি কর্মরত ছিলেন, তা জানানো হয়নি। গত বছর সীমান্ত দিয়ে দক্ষিণ কোরিয়া থেকে উত্তর কোরিয়ায় চলে যান এক মার্কিন সেনা। পরে উত্তর কোরিয়া জানায়, কিং নামের ওই সেনাকে দেশে ফেরত পাঠাবে তারা। এরই মধ্যে দেশেও পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে। তবে, এবার রাশিয়া ব্ল্যাককে ফেরত পাঠাবে কিনা, তা বোঝা যাচ্ছে না।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS