ভিডিও

মুর্শিদাবাদে ইউসুফ পাঠানের বিশাল ছয়, অধীর পরাভূত

প্রকাশিত: জুন ০৫, ২০২৪, ১০:১৭ রাত
আপডেট: জুন ০৫, ২০২৪, ১০:১৭ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক ক্রিকেটার, বাড়ি গুজরাটে; কিন্তু মুর্শিদাবাদে এসে রাজনীতির মাঠে নামেন ইউসুফ পাঠান। মমতা ব্যাণার্জীর তৃণমূলে হয়ে নির্বাচনী মাঠে নামেন মুর্শিদাবাদে। নেমেই হাঁকিয়েছেন বিশাল ছক্কা। তার এই বাউন্ডারিতে পরাভূত হয়েছেন জেলার জাঁদরেল নেতা অধীর চৌধুরী।

২০২৪ সালের লোকসভা ভোটে জয় পেতে বামদের সঙ্গে জোট বেঁধে ময়দানে নেমেছিলেন অধীর চৌধুরী। কিন্তু ইউসুফের বিপক্ষে হেরে টানা ২৫ বছর পর বহরমপুর ‘হাতছাড়া’ হয়ে গেছে তার। জানা গেছে, তার বিরুদ্ধে ইউসুফ পাঠানের জয়ের ব্যবধান ৮০ হাজারের বেশি। তাকে কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হবে সেটা বোঝা যাচ্ছিল ১০ মার্চ থেকে।

সেদিন ব্রিগেড সমাবেশ থেকে বহরমপুরে প্রার্থী হিসাবে সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন অধীর।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS