ভিডিও

গাজার স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ২৭

প্রকাশিত: জুন ০৬, ২০২৪, ০১:১৪ দুপুর
আপডেট: জুন ০৬, ২০২৪, ০৩:৩৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার নুসিরাতে একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় ২৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুন) এই হামলা চালায় ইসরায়েল। হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিস এমন দাবি করেছে। তবে ইসরায়েল বলছে, নুসিরাতে জাতিসংঘের স্কুলে লুকানো হামাসের একটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে তারা। এতে ৭ অক্টোবর ইসরায়েলে করা হামলার সঙ্গে জড়িত যোদ্ধাদের হত্যা করা হয়েছে। খবর : রয়টার্স 

ইসরায়েলের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা। রয়টার্সকে তিনি বলেছেন, ‘দখলদাররা কয়েক ডজন বাস্তুচ্যুত মানুষের ওপর করা নৃশংস অপরাধকে ন্যায্যতা দেওয়ার জন্য মিথ্যা ও বানোয়াট গল্প ছড়াচ্ছে।’

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, বিমানের হামলার আগে বেসামরিক মানুষের ক্ষতির ঝুঁকি কমানোর পদক্ষেপ নিয়েছিল সামরিক বাহিনী। ইসরায়েল বলেছে, যুদ্ধবিরতি আলোচনা চলাকালীন গাজায় হামলা বন্ধ রাখা হবে না।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS