ভিডিও

গাজার আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহত ৮

প্রকাশিত: জুন ১১, ২০২৪, ০২:৫৪ দুপুর
আপডেট: জুন ১১, ২০২৪, ০২:৫৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার একটি আবাসিক ভবনে হামলা ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতের বেশিরভাগই শিশু। আহত হয়েছেন বেশ কয়েকজন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, হামলার শিকার অ্যাপার্টমেন্ট ভবনটি গাজা নগরীর উত্তরাঞ্চলের দারাজ এলাকায়। সেখানে ওই শিশুদের পরিবার বসবাস করত।

এমন এক সময় এ হামলার খবর জানা গেল, যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস হয়েছে। যুক্তরাষ্ট্র এ প্রস্তাব তুলেছিল। গতকাল সোমবার প্রস্তাবটির ওপর নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। ১৫ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৪টি। ভোট দেওয়া থেকে বিরত ছিল রাশিয়া। এর আগে গত ৩১ মে গাজায় তিন ধাপে যুদ্ধবিরতি কার্যকরের এই প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS