ভিডিও

গাজার শিশুদের জন্য দুঃখ ও যন্ত্রণার আরেক নাম ‘ঈদ’

প্রকাশিত: জুন ১৫, ২০২৪, ০৮:১১ রাত
আপডেট: জুন ১৫, ২০২৪, ০৮:১১ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : সারা বিশ্বের মুসলমানরা যখন ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই গাজার শিশুদের জন্য উৎসবটি শোক ও যন্ত্রণার আরেক নাম। একে তো নেই বিশুদ্ধ খাবার পানি, তার ওপর নেই পর্যাপ্ত খাবার ও বাসস্থান। শুক্রবার এ তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা-ইসরায়েল যুদ্ধে কমপক্ষে ৩৭ হাজার ২শ’ ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আহত হয়েছেন ৮৫ হাজার ৩৭ জন। “গাজায় এমন কিছুই নেই যা ঈদ উদযাপন বা এমনকি এর আনন্দকে প্রতিফলিত করতে পারে” সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা একটি ভিডিওতে গাজার একজন শিশুকে শোনা যাচ্ছে এমন কথা বলতে। ফিলিস্তিনি শিশুটির ভাষ্যমতে, ‘আমরা আশা করেছিলাম যে যুদ্ধ কয়েক দিন বা সপ্তাহ স্থায়ী হবে, তবে মাস নয়। আমরা ইতিমধ্যে পবিত্র রমজান মাস এবং ঈদুল ফিতর পার করেছি এবং আমরা সেগুলি উদযাপন করতে পারিনি’।

শিশুটি আরও বলে, “এখন ঈদুল আজহা প্রায় কাছাকাছি এবং আমাদের কাছে কিছুই নেই। কোরবানির জন্য পশু বা নতুন পোশাক কেনার জন্য অর্থ নেই। হত্যা আর ধ্বংস ছাড়া আমাদের আর কিছুই নেই। শোক আর যন্ত্রণার মাঝেই এলো ঈদ।”

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS