ভিডিও

ভারতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ৯ মাওবাদী বিদ্রোহী নিহত

প্রকাশিত: জুন ১৫, ২০২৪, ১০:২৫ রাত
আপডেট: জুন ১৫, ২০২৪, ১০:২৫ রাত
আমাদেরকে ফলো করুন

ভারতের ছত্তিশগড়ে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে গোলাগুলিতে অন্তত আট মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। এছাড়া মাওবাদীদের গুলিতে এক সেনা সদস্যও নিহত হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৫ জুন) রাজ্যের নারায়ণপুর জেলার আবুজমারহে এ হতাহতের ঘটনা ঘটে। তবে গত ১২ জুন থেকে ডিআরজি, এসটিএফ ও ৫৩তম ব্যাটেলিয়ন ফোর্সেস মাওবাদী বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এটি ছিল দ্বিতীয় অভিযান।

রায়পুরের এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেছেন, নায়ারণপুর, কাঙ্কের, দান্তেওয়াড়া ও কোন্ডাগাও জেলার রিজার্ভ গার্ড (ডিআরজি), এসটিএফ ও ৫৩তম ব্যাটেলিয়ন ফোর্সেস মাওবাদীদের বিরুদ্ধে শনিবার ভোরের দিকে অভিযানে নামে। সেইসময় যৌথবাহিনীর সঙ্গে সশস্ত্র মাওবাদী বিদ্রোহীদের মধ্যে বন্দুক লড়াই হয়। এতে অন্তত আট মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। এছাড়া মাওবাদীদের গুলিতে এক সেনা সদস্যও নিহত হয়েছে।

এর আগে গত মাসে ছত্তিশগড়ের বিজাপুরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘক্ষণ ধরে চলা ব্যাপক বন্দুক লড়াইয়ে অন্তত ১২ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছিল। এছাড়া ১৬ এপ্রিল কাঙ্কের জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৯ জন এবং নারায়ণপুর জেলার আবুজমারহে অঞ্চলে ১০ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছিল।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS