ভিডিও

মক্কায় বৃষ্টি, স্বস্তিতে হাজিরা

মক্কায় বৃষ্টি, স্বস্তিতে হাজিরা

প্রকাশিত: জুন ১৮, ২০২৪, ০১:১৮ রাত
আপডেট: জুন ১৮, ২০২৪, ১১:৫৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

প্রচণ্ড গরমের পর পবিত্র নগরী মক্কায় বৃষ্টির দেখা মিলেছে। এতে হজযাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি এসেছে। সোমবার (১৭ জুন) সকালে দ্বিতীয় দিনের মতো প্রতীকীভাবে শয়তানকে পাথর মারেন হাজিরা। এদিনও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক গরমে অসুস্থ হয়ে পড়েন। খবর আল আরাবিয়া

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা থেকে কিছুটা দূরে মিনায় হাজিরা প্রতীকী শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করে। মঙ্গলবার পবিত্র কাবা শরীফ তাওয়াফ করার আগে তৃতীয়বারের মতো পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরই মধ্যে দিয়ে পবিত্র হজ শেষ হবে।

হজ ইসলামের পঞ্চমতম স্তম্ভ। আর্থিন ও শারীরিকভাবে সামর্থবান প্রত্যেক মুসল্লিকে জীবনে একবার হজ পালন করতে হয়। পাঁচদিন ব্যাপী হজের আনুষ্ঠানিক শেষ হয়।

এ বছর পবিত্র নগরী মক্কায় বিশ্বের প্রায় ১৮ লাখ ৩ হাজার মুসল্লি হজ পালন করেন। গত বছর এ সংখ্যা ছিল ১৮ লাখ ৪ হাজার। সৌদি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এ বছর প্রচণ্ড গরমের মধ্যে হজযাত্রীদের হজ পালন করতে হয়েছে। সৌদি আরবের জাতীয় আবহাওয়া অফিস আগে থেকেই তাপমাত্রা নিয়ে সতর্ক করে। হজে এবার তামপাত্র প্রায় ৪৮ ডিগ্রিতে পৌঁছায়।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার থেকে শুরু হওয়া প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপের দিনে প্রচণ্ড গরমে ২ হাজার ৭৬০ জন হজযাত্রী অসুস্থ হয়ে পড়েন। গত জর্ডান কর্তৃপক্ষ জানায় প্রচণ্ড গরমের কারণে হিটস্ট্রোকে তাদের ১৪ জন হাজি মারা গেছেন।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS