ভিডিও

নেপালে বজ্রসহ ভারী বৃষ্টিতে ২০ জনের মৃত্যু

প্রকাশিত: জুন ২৬, ২০২৪, ০৭:১৯ বিকাল
আপডেট: জুন ২৭, ২০২৪, ০১:০৮ রাত
আমাদেরকে ফলো করুন

নেপালে দুই দিন ধরে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১১ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া একই সময়ে বজ্রপাতে আরও নয়জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জুন) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

জেলা প্রশাসক বুদ্ধ বাহাদুর গুরুং বলেছেন, কাঠমান্ডু থেকে প্রায় ১২৫ কিলোমিটার পশ্চিমে লামজুং জেলায় ভূমিধসে তিনটি বাড়ি ভেসে গেছে, এতে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।

নেপালের রাজধানী থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মোরাং জেলায় মঙ্গলবার থেকে বন্যায় চারজনের মৃত্যু হয়েছে। সেখানের জেলা কর্মকর্তা টেক কুমার রেগমি এ তথ্য নিশ্চিত করেছেন। পশ্চিমে কাস্কি ও পূর্ব নেপালের ওখালধুঙ্গায় ভূমিধসে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

সূত্র: রয়টার্স



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS