ভিডিও

স্পষ্ট দেখা গেছে অস্ত্রধারীকে, নিরাপত্তারক্ষীরা কেন দেখতে পেলো না!

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪, ০৮:১৫ রাত
আপডেট: জুলাই ১৪, ২০২৪, ০৮:১৫ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেয়ার সময় একটি ভবন থেকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে এক বন্দুকধারী। তবে, সমাবেশস্থল থেকে নাকি স্পষ্ট দেখা যাচ্ছিলো অস্ত্রধারীকে!  বিবিসিকে এ তথ্য জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী। সমাবেশের স্থান থেকে হামলা চালানোর স্থানটির দূরত্ব আনুমানিক ৫০ ফুট ছিল বলেও জানান ওই প্রত্যক্ষদর্শী ।

তিনি বলেন, ট্রাম্প বক্তব্য দিতে স্টেজে ওঠার কিছুক্ষণ পরই পাশের একটি ভবনের ছাদে সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখতে পান তিনি। তখনও তার হাতে রাইফেল ছিল। কিছু বুঝে ওঠার আগেই কয়েক রাউন্ড গুলি চালায় অস্ত্রধারী। প্রত্যক্ষদর্শী আরও বলেন, বন্দুকধারীকে স্পষ্টই দেখা যাচ্ছিলো। আমি এবং আমার আশপাশে যারা বসেছিলাম সবাই উদ্বিগ্ন হয়ে পড়ি।

ভাবছিলাম, আমরা দেখতে পাচ্ছি কিন্তু নিরাপত্তারক্ষীরা কেন দেখছে না। ট্রাম্প কেন এখনও কথা বলছে। কিন্তু এমন অবস্থায় আমাদের কিছুই করার ছিলো না।

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS