ভিডিও

সোমালিয়ায় গাড়িতে বোমা বিস্ফোরণে নিহত ৫

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ০৩:১৮ দুপুর
আপডেট: জুলাই ১৫, ২০২৪, ০৩:৫৭ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক :  সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি রেস্তোরাঁর বাইরে এক গাড়িতে বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে স্থানীয় সময় রোববার রাতে। ঘটনার সময় হতাহতরা টিভিতে ইউরো ২০২৪ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখছিলেন। পুলিশ এ ঘটনার জন্য ইসলামপন্থী বিদ্রোহীদের দায়ী করেছে।

‘আল শাবাব’ নামে একটি সশস্ত্র গোষ্ঠী তাদের অনুমোদিত রেডিও স্টেশনে এ হামলার দায় স্বীকার করেছে। তারা আরো বলেছে, বোমা হামলাটি এমন একটি স্থানকে লক্ষ্য করে করা হয়েছে, যেখানে নিরাপত্তা ও সরকারি কর্মীরা রাতে মিলিত হয়। রয়টার্সের একজন সাংবাদিক জানিয়েছেন, প্রেসিডেন্সিয়াল প্যালেসের কাছে একটি সুরক্ষিত এলাকায় বোমা বিস্ফোরণে ১০টি গাড়ি ধ্বংস হয়েছে এবং এ ছাড়া আশেপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র : রয়টার্স



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS