ভিডিও

কুখ্যাত মাদকসম্রাট এল মায়ো যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৪, ০২:৪২ দুপুর
আপডেট: জুলাই ২৬, ২০২৪, ০২:৫৮ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর মাদক চক্র সিনালোয়া কার্টেলের নেতা এবং বিশ্বের অন্যতম কুখ্যাত মাদকসম্রাট ইসমায়েল ‘এল মায়ো’ জাম্বাদা গ্রেপ্তার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা।

এ ছাড়া একসময়ের আলোচিত মাদকসম্রাট জোয়াকিন ‘এল চাপো’ গুজমানের ছেলে জোয়াকিন গুজমান লোপেজকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের তথ্য এক ঘোষণায় জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

তাদের গ্রেপ্তার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এবং হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন (এইচএসআই) সংস্থাগুলোর যৌথ অভিযানের অংশ ছিল বলে এইচএসআই এক বিবৃতিতে জানিয়েছে।


স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

জাম্বাদা মেক্সিকোর ইতিহাসের সবচেয়ে কুখ্যাত মাদক পাচারকারীদের একজন এবং এল চ্যাপোর সঙ্গে মাদক চক্র সিনালোয়া কার্টেলের সহপ্রতিষ্ঠা ছিলেন। এল চ্যাপো বর্তমানে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি।


যাকে ২০১৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছিল এবং সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে।
গুজমান লোপেজকে গ্রেপ্তারের বিষয়টি প্রথমে রয়টার্সের প্রতিবেদনে নিশ্চিত করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে এল পাসোর কাছে সান্তা তেরেসা বিমানবন্দরের একজন কর্মী রয়টার্সকে বলেছেন, তিনি রানওয়েতে একটি বিচক্র্যাফ্ট কিং এয়ার ল্যান্ড করতে দেখেছেন। যেখানে ফেডারেল এজেন্টরা ইতিমধ্যেই অপেক্ষা করছিল।

নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করে ওই ব্যক্তি বলেছেন, ‘দুই ব্যক্তি বিমান থেকে নামলেন... এবং এরপর তাদের শান্তভাবেই হেফাজতে নেওয়া হয়। পরিস্থিতি এতোটাই শান্ত ছিল যে, এ ঘটনাকে সাজানো জিনিস বলে মনে হয়েছিল।’

দুই মার্কিন কর্মকর্তাও রয়টার্সকে জানিয়েছেন, ৭৬ বছর বয়সী জাম্বাদা এবং গুজমান লোপেজ টেক্সাসের এল পাসো এলাকায় একটি ব্যক্তিগত বিমানে করে অবতরণের পরেই আটক করা হয়েছিল।

মার্কিন কর্তৃপক্ষ জাম্বাদাকে ধরার জন্য ১৫ মিলিয়ন ডলার  এবং গুজমান লোপেজের জন্য মিলিয়ন ডলার পুরষ্কার ঘোষণা করেছিল।জাম্বাদা এবং জোয়াকিন গুজমান লোপেজ উভয়ই মার্কিন যুক্তরাষ্ট্রে ফেন্টানাইলসহ প্রচুর পরিমাণে মাদকদ্রব্য পাচারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক অভিযোগের মুখোমুখি হয়েছেন।

মার্কিন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ফেন্টানাইল ১৮ থেকে ৪৫ বছর বয়সী আমেরিকানদের মৃত্যুর প্রধান কারণ। সাম্প্রতিক সময়ে সিনালোয়া কার্টেল মার্কিন কর্তৃপক্ষের সবচেয়ে বড় মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ফেন্টানাইল মাদকের বৃহত্তম সরবরাহকারী বলে অভিযুক্ত তারা।

গুজমান লোপেজ এল চ্যাপোর চার ছেলের একজন। তিনি লস চ্যাপিটোস বা লিটল চ্যাপোস নামে পরিচিত। যারা  যুক্তরাষ্ট্রে মাদকের সবচেয়ে বড় সরবরাহকারী সংগঠন সিনালোয়া কার্টেলের উত্তরাধিকারী। তার ভাই ওভিডিও গুজম্যানকে গত বছর গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল।

মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, জাম্বাদা এবং গুজমান লোপেজকে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদক চক্র সিনালোয়া কার্টেলের অপরাধমূলক কার্যক্রমের নেতৃত্ব দেওয়ার জন্য একাধিক অভিযোগের মুখোমুখি করা হয়েছে। যার মধ্যে মারাত্মক ফেন্টানাইল উত্পাদন এবং পাচারের অভিযোগ রয়েছে।

মার্কিন কর্তৃপক্ষের মতে, সিনালোয়া কার্টেল বিশ্বের ৫০ টিরও বেশি দেশে মাদক পাচার করে এবং মেক্সিকোতে দুটি শক্তিশালী সংগঠিত অপরাধ গোষ্ঠীর মধ্যে একটি। জাম্বাদা এবং এল চ্যাপোর ছেলেরা পাচারকারীদের দুটি ভিন্ন প্রজন্ম। এর আগে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছিলে, ফেন্টানাইল পূর্ববর্তী রাসায়নিকগুলো উত্তর আমেরিকায় ঘরে ঘরে পণ্য সরবরাহকারী চীনা বিক্রেতাদের কাছ থেকে অনলাইনে কেনা আশ্চর্যজনকভাবে সহজ এবং সস্তা।

সূত্র : রয়টার্স



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS