ভিডিও

ভারত সীমান্তে হাই অ্যালার্ট জারি

প্রকাশিত: আগস্ট ০৫, ২০২৪, ০৬:২৯ বিকাল
আপডেট: আগস্ট ০৫, ২০২৪, ০৬:২৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

নিউজ ডেস্ক:  বাংলাদেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী হেলিকপ্টার এরই মধ্যে ভারতে পৌঁছেছে।

এই পরিস্থিতিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে। নিরাপত্তা পরিস্থিতি দেখতে এরই মধ্যে কলকাতায় পৌঁছেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ডিজি।

সূত্র মতে, শেখ হাসিনা ভারতের আসার সঙ্গে সঙ্গে তার যাবতীয় নিরাপত্তার দায়িত্বে থাকবে বিএসএফ সদস্যদের ওপর। যদিও ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন, তবে শেখ হাসিনার নিরাপত্তার প্রধান দায়িত্বে থাকবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ওপর।

পাশাপাশি, সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ যেন না ঘটে, সেজন্য অতিরিক্ত বিএসএফ সদস্যদের মোতায়েন করা হয়েছে। আপাতত সীমান্তে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS