ভিডিও

হানিয়া হত্যা ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন : চীন

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৪, ০৩:১৩ দুপুর
আপডেট: আগস্ট ১২, ২০২৪, ০৬:৫৫ বিকাল
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, সার্বভৌম, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষায় ইরানকে সমর্থন করে চীন।রোববার এক ফোনালাপে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেন, তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার নিন্দা জানায় চীন। ওই হামলা ছিল ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন ও আন্তঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। আলী বাঘের কানিকে ওয়াং বলেন, ইসমাইল হানিয়াকে হত্যার মাধ্যমে গাজার যুদ্ধবিরতি চুক্তির আলোচনাকে বাধাগ্রস্ত করা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকেও নষ্ট করা হয়েছে।

গত ৩১ জুলাই এক হামলার মাধ্যমে তেহরানে হানিয়াকে হত্যা করা হয়। যদিও ওই হামলার দায় কিংবা অস্বীকার করেনি ইসরায়েল। এই হত্যার প্রতিশোধ নেওয়ারও ঘোষণা দিয়েছে ইরান ও হিজবুল্লাহ। সূত্র: আল-জাজিরা



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS