ভিডিও

হুতিদের ওপর হামলার ডিক্রিতে বাবার সই নকল করেন সৌদি যুবরাজ

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৪, ০৮:০৩ রাত
আপডেট: আগস্ট ২০, ২০২৪, ১২:০৮ রাত
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করতে ২০১৫ সালে ইয়েমেনে সেনা পাঠিয়েছিল সৌদি আরব। আর সেই সেনা পাঠানো হয় রাজা সালমান বিন আবদুল আজিজের সই করা এক ডিক্রি প্রকাশের পর। তবে, এবার অভিযোগ ওঠেছে, সেই সই সৌদি রাজা দেননি।

তাঁর সই নকল করেন ছেলে ও বর্তমানে দেশটির কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। এই অভিযোগ করেছেন সৌদির আরেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের (এমবিএন) ওই সময়কার উপদেষ্টা সাদ আল-জাবরি। এই সাদ আল-জাবরি একসময় সৌদি সরকারের ইন্টেলিজেন্স ইউনিটের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। সাবেক উপদেষ্টা সাদ আল-জাবরি বলেন, ওই সময় সৌদি প্রশাসনের প্রতিরক্ষা বিভাগের দায়িত্ব ছিল মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) হাতে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS