ভিডিও

ভারি বর্ষণের শঙ্কায় ভারতের ত্রিপুরাসহ ৯ রাজ্যে ‘রেড অ্যালার্ট’

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০৪:৪০ দুপুর
আপডেট: আগস্ট ২৭, ২০২৪, ১১:২০ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : ভারি থেকে অতিভারি বর্ষণের শঙ্কায় ভারতের  ত্রিপুরাসহ ৯ রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। সীমান্তবর্তী ত্রিপুরার সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাত এবং তার জেরে বাঁধের মুখ খোলার ঘটনায় বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়। খবর : হিন্দুস্তান টাইমস

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের শঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি। বিশেষ করে, দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে পরবর্তী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। রেড অ্যালার্ট জারি রাজ্যগুলো হলো-গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, মধ্যপ্রদেশ, রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা। এছাড়া উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক ও রাজস্থানে কমলা সতর্কতা (অরেঞ্জ অ্যালার্ট) জারি করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ত্রিপুরায় আরও বৃষ্টিপাতের শঙ্কায় দক্ষিণ ত্রিপুরা জেলায় লাল সতর্কতা এবং ধলাই ও গোমতী জেলায় কমলা সতর্কতা বজায় রেখেছে আইএমডি। 

 



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS