ভিডিও

রাশিয়ায় ২২ যাত্রী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ০৪:১৯ দুপুর
আপডেট: আগস্ট ৩১, ২০২৪, ০৪:১৯ দুপুর
আমাদেরকে ফলো করুন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কামচাটকা উপদ্বীপে আজ শনিবার ২২ যাত্রীসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর : রয়টার্স

ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি শনিবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে জানায়, এমআই-৬ হেলিকপ্টারটি কামচাটকা অঞ্চলের ভাচকাজেটস আগ্নেয়গিরি থেকে মাইকোলাইভকা গ্রামে যাচ্ছিল। এটি নির্ধারিত সময়ে গন্তব্যে অবতরণ করেনি এবং যোগাযোগে নেই।’


সংস্থাটি বলছে, হেলিকপ্টারটিতে ১৯ জন যাত্রী এবং তিনজন ক্রু সদস্য ছিল। নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। এমআই-৮ একটি দুই ইঞ্জিনের হেলিকপ্টার, যা ১৯৬০ এর দশকে ডিজাইন করা হয়েছিল। এটি ব্যাপকভাবে রাশিয়ায় ব্যবহৃত হয়। এছাড়া অন্যান্য আরও কিছু দেশেও এ ধরনের হেলিকপ্টার ব্যবহার করা হয়।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS