ভিডিও

গাবতলী পশুর হাটের ইজারা ডিপজলের : আপিল বিভাগ

প্রকাশিত: মে ২৬, ২০২৪, ০৯:৪৫ রাত
আপডেট: মে ২৭, ২০২৪, ১১:৩৩ দুপুর
আমাদেরকে ফলো করুন

কোরবানির ঈদকে সামনে রেখে এ বছর রাজধানীর গাবতলী পশুর হাটের ইজারা চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ওরফে ডিপজলকে দিয়ে চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

 

রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ডিপজলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। অপর দরদাতা লুৎফর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল, প্রবীর নিয়োগী ও শাহ মঞ্জুরুল হক।

 

পরে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, গাবতলীর পশুর হাটের টেন্ডারে ডিপজল প্রথম হয়েছিলেন। দ্বিতীয় পজিশনে ছিলেন লুৎফর রহমান নামের এক ব্যক্তি। এপ্রিল মাসে তিনি রিট করলে হাইকোর্ট তাকে গাবতলী পশুর হাটের ইজারা দিতে নির্দেশ দেন। চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে সর্বোচ্চ দরদাতা ডিপজলকে গাবতলী হাটের ইজারা দিতে নির্দেশ দেন। আজ চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS